বান্দরবানে এস,এ টিভি বর্ষ পুর্তি পালন

বান্দরবান  প্রতিনিধি।।  বান্দরবানে বেসরকারি টিভি চ্যানেল এস,এ টিভির ২য় বর্ষ পুর্তি বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে । সোমবার সকাল ১১টায় দিকে জেলা প্রেস ক্লাব থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে শহরে গুরুত্বপুর্ণ  সড়ক ঘুরে আবার প্রেস ক্লাবের গিয়ে শেষ হয়।  শোভাযাত্রায়  বান্দরবানে কর্মরত সাংবাদিক সুশীল সমাজ  ও ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন। পরে  জেলা প্রেস ক্লাবের এস,এ টিভি  বান্দরবান প্রতিনিধি উসেথোয়ই মার্মা সভাপতিত্বে  একটি  আলোচনা সভা আয়োজন করা হয়।  আলোচনা সভায় প্রধান অতিথি  হিসেবে  উপস্থিত ছিলেন বান্দরবান জেলার প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক ওসমান গণি।  বিষেশ অতিথি  হিসেবে  উপস্থিত ছিলেন  বান্দরবানে প্রথম বাংলাদেশী  আইডল মংউচিং মার্মা ( মং)  প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started